বগুড়া শাজাহানপুরে শয়ন ঘর থেকে মা’র ঝুলন্ত ও দুই শিশু সন্তানের জবাই করা লাশ উদ্ধার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর শয়ন ঘর থেকে সাদিয়া মোস্তারী (২৪)’র ঝুলন্ত এবং ৪ বছর বয়সী সাহিফা ও ৮ মাস বয়সী সাইদ নামের দুই শিশু সন্তানের জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয় এবং সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি মন্ডলপাড়া গ্রামে। হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৬ বছর আগে খলিশাকান্দি মন্ডলপাড়া গ্রামের কৃষক আব্দুল বারীর ছেলে সেনা সদস্য শাহাদত হোসেন ওরফে কাজল (৩০)’র সাথে পার্শ্ববর্তী ভান্ডারপাইকা উত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে সাদিয়া মোস্তারীর বিয়ে হয়।

শাহাদত হোসেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। দুই শিশু সন্তানকে কে নিয়ে সাদিয়া খলিশাকান্দি মন্ডলপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার ৭ দিনের ছুটিতে বাড়ি এসেছেন শাহাদত হোসেন। তার বসতবাড়ির দুটি শয়ন কক্ষ। আজ মঙ্গলবার সকালে সাদিয়া রান্না করছিলেন। আর স্বামী শাহাদত হোসেন একটি কক্ষে শুয়ে ছিলেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে শাহাদত শয়ন কক্ষ থেকে বেড়িয়ে অপর শয়ন কক্ষটি ভেতর থেকে বন্ধ করা দেখতে পান। তিনি শাবল দিয়ে কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত সাদিয়া’র লাশ এবং বিছানার উপড় দুই শিশু সন্তানের জবাই করা লাশ পড়ে আছে। শাহাদতের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। স্থানীয়রা শাহাদতকে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেই সাথে শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়া তার দুই শিশু সন্তানকে বটি দিয়ে জবাই করে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনার পরিপূর্ণ তদন্ত ও লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মা ও দুই শিশু সন্তান নিহতের প্রকৃত কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147778