লালমনিরহাট সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটার সময় চোরাকারবারি আটক

লালমনিরহাট সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটার সময় চোরাকারবারি আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটতে যাওয়ার সময় লাভলু হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে আটক লাভলুকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর আগে ভোরে উপজেলার বুড়াসারডুবি এলাকায় থেকে তাকে আটক করে বিজিবি। আটক লাভলু হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনস্থ বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর কয়েকজন সদস্য বুড়াসারডুবি সীমান্তে টহল দিচ্ছিলেন। এসময় তারা ভারতীয় সীমান্তে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া কাটতে যাওয়া লাভলু হোসেনকে হাতেনাতে আটক করে।

আটকের পর বিজিবি তার কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঁটাতারের বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দু’টি সিম কার্ড জব্দ করে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147752