বগুড়ায় তিন দিনেই চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় স্থানে সিলেট

বগুড়ায় তিন দিনেই চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় স্থানে সিলেট

স্পোর্টস রিপোর্টার : বগুড়ায় ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চারদিনের ম্যাচ তিনদিনেই শেষ হয়েছে। শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আজ সোমবার (২৪ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিন বোলারদের ওপর ভর করে চট্টগ্রামকে ১৪৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট। বিজয়ী দলের পেসার আবু জায়েদ রাহী ৯ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

আগের দিনের ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২০৭ রানে গুটিয়ে যায় সিলেট। ফলে চট্টগ্রামের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫২ রান। আগের দিনে ৫৮ রানে অপরাজিত অমিত কোন রান না করেই সাজঘরে ফেরেন। এরপর আর কোন ব্যাটসম্যান বেশি সময় ক্রিজে টিকতে পারেনি। সিলেট শেষ ৪ উইকেট হারায় মাত্র ১১ রানে।

চট্টগ্রামের ইফরান এবং নাঈম হাসান ৫টি করে উইকেট শিকার করেন। ৩৫২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যায় ওপেনার সাদিকুর। এরপর ৭৩ রানের মধ্যে আরও ৩টি উইকেট হারালে চট্টগ্রামের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

শাহাদত হোসেন দিপু এক প্রান্তে শক্ত হাতে ব্যাট চালালেও অন্য প্রান্তে কেউ তাকে সাহায্য করতে পারেনি। ফলে ২০৫ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস। দিপু করেন ৬২ রান। সিলেটের আবু জায়েদ রাহী ৪টি ও রেজাউর রহমান রাজা ৩টি উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর : 
সিলেট : ১ম ইনিংস-২৫৫ (জাকির ৭৩, রাজা অপরাজিত ৫৭, আশরাফুল ৪৬, ইফরান ৬৫/৫, মেহেদী ৪১/৩)
চট্টগ্রাম : ১ম ইনিংস-১১০ (আহমেদ শরীফ ২৩, আশরাফুল ২২, রাহী ৩৭/৫, রাজা ২৮/২)
সিলেট : ২য় ইনিংস-২০৭ (জাকির ৬১, অমিত ৫৮, ইফরান ৩৮/৫, নাঈম ৬৬/৫)
চট্টগ্রাম : ২য় ইনিংস-২০৫ (দিপু ৬২, ইরফান শুক্কুর ৩৭, রাহী ৪৩/৪, রাজা ৭৬/৩)

ফলাফল : সিলেট ১৪৭ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : আবু জায়েদ রাহী (সিলেট)।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147734