ঝিনাইদহে ভারতীয় পিস্তল-গুলি উদ্ধার

ঝিনাইদহে ভারতীয় পিস্তল-গুলি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে মাসুদ হোসেন নামে একজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে। তবে অভিযানের সময় মাসুদ হোসেন নামে একজন পালিয়ে গেছে। তবে কেউ আটক হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147725