ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ এলাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা তরুণীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
আটক তরুণীর নাম হাজেরা বেগম (১৭)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুক্তার আহমদের মেয়ে। ভাই পরিচয়ে আটক হওয়া যুবক ইমন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ইমন মিয়া রোহিঙ্গা তরুণী হাজেরা বেগমকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে ‘সুফিয়া আক্তার’ পরিচয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করছিলেন। বিষয়টি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সন্দেহ হলে তিনি কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং পরে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147718