চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের উত্তর হারবাং নতুন বাজার পাড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল আনোয়ার জানান, সকালে রেললাইনের ওপরসহ আশপাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ওসি আরও জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147712