বগুড়ায় সুইপার কলোনি থেকে মদসহ এক যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গতকাল রোববার রাত ৯টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়ক ও হোটেল পট্টির মাঝামাঝি সুইপার কলোনিতে অভিযান চালিয়েছে।
র্যাব সদস্যরা চান্দু বাসফোরের বশত বাড়িতে অভিযান পরিচালনা করে সদেশ বাসফোরের ছেলে গোবিন্দ বাসফোরকে (১৯) ১১ লিটার কেরু মদ এবং ৩.৬ লিটার দেশীয় মদসহ আটক করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147710