সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে সিলিন্ডার বিস্ফোরণজনিত আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং অল্প সময়ের মধ্যেই দলটি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো নিশ্চিতভাবে আগুনের উৎস শনাক্ত করতে পারেননি। সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় আশেপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাই। চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে, ইউনিটগুলো খুব কাছেই অবস্থান করছে। এখনো আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি।”

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147700