আগের মতো ম্যানচেস্টার সিটি আর নাও দেখা যেতে পারে: অ্যালান শিয়ারার
ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার। তার মতে, পেপ গার্দিওলার দল হয়তো আর কখনোই সেই আগের স্তরে ফিরতে পারবে না, যে দল টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছিল।
নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের পর শিয়ারার বলেন, ‘তারা অবশ্যই আগের মতো ভালো নেই, এবং আমরা হয়তো আর কখনোই তাদের আগের মতো দুর্দান্ত খেলতে দেখব না। ট্রফি জেতা, গোল করা, সেসব মানই তারা স্থাপন করেছিল। আমি নিশ্চিত নই, তারা আবার সেই মানে পৌঁছাতে পারবে কিনা।’
তিনি আরও বলেন, ‘রদ্রিকে ছাড়া তারা একই দল নয়। তিনি যে সুরক্ষা দিতেন, সেটি এখনও কেউ দিতে পারছে না। তার মতো কাউকে পাওয়া কঠিনই হবে।’