রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কের জায়গায় অপরিকল্পিত বর্জ্য ডাম্পিং নিয়ে নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এতে সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়াসহ ডাম্পিং করা ময়লা আবর্জনার পাশ দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচলসহ বাজারে আসতে বাধ্য হচ্ছেন। এদিকে, সদ্য যোগদানকারী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মো. আশরাফুল ইসলাম বাজারের সামনে গড়ে ওঠা অপরিকল্পিত ময়লার ভাগাড় অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

রংপুর বিভাগীয় নগরীর প্রধান বাজার সিটি কর্পোরেশন ভবনের পাশেই স্থাপিত হয়েছে। বাজারের প্রধান প্রবেশদ্বারের পাশে সড়কের জায়গায় বিভিন্ন অবৈধ দোকানপাট গড়ে উঠলে সেসব উচ্ছেদ করে ফাঁকা করে দেওয়া হয়। পরবর্তীতে সেখানকার একটি বড় অংশে প্রায় সাত থেকে নয় ফুট গভীর গর্ত করে অস্থায়ী বর্জ্য ডাম্পিং হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এদিকে সিটি বাজারের সামনে সড়কটি অন্যতম প্রধান ব্যস্ততম সড়ক হওয়ায় প্রত্যেকদিন শত শত যানবহন ও পথচারীরা চলাচল করেন।

সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, প্রতিদিন সিটি বাজারে আনুমানিক দুই টন বর্জ্য সৃষ্টি হচ্ছে। ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর লিটন পারভেজ জানান, সিটি বাজারের বর্জ্য ফেলার জন্য সেখানকার মুরগিহাটি নামক স্থানে সাইকেল স্ট্যান্ডের পাশে জায়গা নির্বাচন করা হয়েছিল কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর অজ্ঞাত কারণে তা এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।

সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, সম্প্রতি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে দ্রুত বাজারের ভিতরে মুরগি হাটির সাইকেল স্ট্যান্ডের কাছে একটি বড় ডাস্টবিন বানিয়ে এ সমস্যার সমাধান করা হবে।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, রংপুর নগরীর প্রধান সড়কটি রক্ষণাবেক্ষণ করে থাকে সড়ক বিভাগ। এটি মহাসড়কের সাথে যুক্ত। এটি উচ্ছেদে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এমএ মজিদ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো দেখে থাকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তাই তারা যদি  কোন সহযোগিতা চায় তা করা হবে।

রংপুর সিটি কর্পোরেশন নতুন যোগদানকারি প্রশাসক (যুগ্ম সচিব) মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি নিজে বিষয়টি সরেজমিনে দেখেছেন। এটি চলাচলসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আশা করছি দ্রুত নিরসন করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147697