ধর্মেন্দ্রর মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

ধর্মেন্দ্রর মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

বিনোদন ডেস্ক : ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির সবাই।

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি লেখেন, ’’মুম্বইয়ে আজ কিংবদন্তি অভিনেতা ও নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। তাঁর পরিবার, চলচ্চিত্রজগত, ভক্ত ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর ছেলে-মেয়েরা এখন ধর্মেন্দ্রজির সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।’’
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147690