পাবনার ফরিদপুরে আগুনে সাতটি দোকানে কোটি টাকার ক্ষয়ক্ষতি

পাবনার ফরিদপুরে আগুনে সাতটি দোকানে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর পৌর সদরের বনওয়ারী নগর বাজারের ওষুধ, জুতা, স্বর্ণ, ফল, মোজা ও সিগারেটের ৭টি দোকান আগুনে  পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার সন্ধ্যা প্রায় সোয়া ৬টায় দুর্ঘটনা কবলিত একটি দোকানের মেইন সুইচের বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফরিদপুর ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাব হোসেন জানান।

মুর্হূতের মধ্যে ৭টি দোকানে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফরিদপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভায়। দোকানগুলো স¤পূর্ণ পুড়ে যায়। এতে রবিউল ইসলামের জুতার দোকানে ৫০ লাখ, বাবুলের জুতার দোকানে ১৫ লাখ, বাদল কর্মকারের স্বর্ণের দোকানে ৮ লাখ, সোহেল রানার ওষুদের দোকানে ২৫ লাখ, আব্দুর রহিমের সিগারেটের দোকানে ১ লাখ, সাধু প্রামাণিকের মোজার দোকানে ১০ হাজার, মোস্তফা হোসেনের ফলের দোকানে ১লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও ওসি শাকিউল আজম এবং বনওয়ারীনগর বাজার বণিক সমিতি সভাপতি আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147688