চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুনে বিপুল মালামাল পুড়ে গেছে বলেও জানা গেছে।
 
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 
 
স্থানীয়রা জানায়, চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউনের অবস্থান। এ ভবনের তৃতীয় তলায় জুতার গোডাউন। ভবনটিতে শতাধিক মানুষ কাজ করেন। তবে আগুনের সময় কোনো মানুষ সেখানে উপস্থিত ছিলেন না। এতে কোনো প্রাণহানি ঘটেনি। 
 
কর্মচারীদের ধারণা, আগুনের সূত্রপাত কম্বলের গোডাউন থেকে। সেখান থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার এক পর্যায়ে গোডাউনে প্রবেশপথও বন্ধ হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসায় অন্য পণ্যের গোডাউনে রক্ষা পেয়েছে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর জানায়, আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147686