সমর্থকদের বিশ্বাস রাখতে বললেন ব্রেন্ডন ম্যাককলাম
মিচেল স্টার্ক তোপ দেগেছেন ইংলিশ ব্যাটারদের ওপর। ট্রাভিস হেড বোলারদের করেছেন কচুকাটা। তার ঝড় তোলা ১২৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়া পার্থ টেস্টে অনায়াসে জিতে গেছে ৮ উইকেটে, তাও মাত্র দুই দিনের মধ্যে। কোনো জবাবই ছিল ইংলিশ ক্রিকেটারদের।
জো রুট অস্ট্রেলিয়ায় বেশ ভুগেন। যার প্রমাণ অস্ট্রেলিয়ায় তার ‘শূন্য’ সেঞ্চুরির সংখ্যা। অ্যাশেজে যাওয়ার আগে তাকে টোটকা দিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট। ইংল্যান্ড হারের পর উত্তরসূরিদের বোধহয় সবচেয়ে বড় সমালোচনাটা তার কাছ থেকেই এসেছে। দ্য টেলিগ্রাফের কলামে ইংল্যান্ডকে ‘স্টুপিড টিম’ উল্লেখ করে সিরিয়াসলি নিতে পারছেন না বলে জানালেন তিনি।
ইংল্যান্ড সমালোচা পাচ্ছে সবার কাছ থেকে। অ্যাশেজ দেখতে অস্ট্রেলিয়ায় যাওয়া ফ্যানরা দলের ওপর বিরক্ত। তাদের দলের ওপর বিশ্বাস রাখতে বললেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককলাম। তারা যা দেখিয়েছেন, তার চেয়েও নাকি দল ভালো।
ম্যাককলাম বলেন, ‘বিশ্বাস রাখো। মাঝেমাঝে আমরা হেরে যাই, দেখতে খুবই বিশ্রি মনে হয়। কিন্তু এমনও সময় আছে যখন আমাদের ওই রকম মানসিকতা সামর্থ্যের ওপর বিশ্বকাপ রাখতে সহায়তা করে...। আমরাদের শান্ত, একত্রে থাকতে হবে, সিরিজের বাকি অংশের জন্য কাজ করতে হবে।’
অনেকে বলেন, জ্যাক ক্রলি রান করতে পারেন না। ইংলিশ এই ওপেনার পার্থ টেস্টে দুই ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে। তার ওপর ইংল্যান্ড বিশ্বাস রাখছে। ম্যাককলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি সে ভালো প্লেয়ার, বিশেষ করে এই রকম কন্ডিশন ও প্রতিপক্ষের বিপক্ষে। সে বাজেভাবে আউট হয়ে গেছে, কিন্তু আমরা জ্যাকে বিশ্বাস করি। মাঝেমাঝে আপনি দ্রুত আউট হয়ে যান, ঠিক? না করলে (আউট না হলে) ভালোই হতো, কিন্তু এটাই জীবন। যদি সে চালিয়ে যেতে পারে, তাহলে কিছু ক্ষতি (অস্ট্রেলিয়ার) করতে পারবে।’