ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুমি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাতে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমির পরিবার ও সহপাঠীরা মনে করছেন, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশও এই ধারণাকে সমর্থন করেছে। পরিবার ও সহপাঠীদের তথ্য অনুযায়ী, সুমি দীর্ঘদিন ধরে বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লেশিয়া এবং অন্যান্য গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন।