জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে আ্যখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প, সেখানে সরাসরি জেলেনস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ (যুদ্ধ বন্ধে) আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করেনি।’ তিনি লেখেন, ‘উত্তরাধিকারসূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি, যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না। এটি সবার জন্য ‘‘পরাজয়জনক’’ এক যুদ্ধ। বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য, যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি মানতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। চুক্তির খসড়ায় বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।
এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে। তথ্যসূত্র : এনবিসি নিউজ
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147650