বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়িসহ দোকান পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়িসহ দোকান পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে ফার্নিচারের দোকানসহ একটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ দাখিল মাদ্রাসা পাড়ায় এই আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তেই তা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লাগলো তা কেউ বলতে পারছেন না। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, তার বাড়ির পাঁচটি ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র, জামাকাপড়, ধান, বাদাম, নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে গিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি।

এই ঘটনায় পাশে থাকা অন্যান্য দোকান ঘরও ক্ষতিগ্রস্ত হয়। দোকান ভাড়াটিয়া ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবু বলেন, তার দোকানে থাকা তৈরিকৃত ফার্নিচার, কাঠ, মেশিনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কী কারণে আগুন লাগতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও পরিবারগুলো পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147643