বড় ভাই সভাপতি ছোট ভাই সম্পাদক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সহোদর দুই ভাই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি হিসেবে মো: হানিফ উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মো: বাবর আলী বাবু, অর্থ সম্পাদক পদে মো: কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো: খুরশিদ আলম রতন, কৃষি সম্পাদক পদে মো: মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আরিফিন সিদ্দিকী,কার্যনির্বাহী সদস্য পদে ইদ্রিস আলী (ঘুড়ি) ও হাবিবুল্লাহ অবুজ (মিনার) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক পদে মহিবুল্লাহ বিপুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ। মোট ভোটার ২৫৭ জনের মধ্যে ২৪৪ জন ভোট প্রদান করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147628