নওগাঁর নয়া ডিসির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার নওগাঁর বদলগাছী উপজেলার বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার (সোমপুর বিহার) দর্শন করেছেন। গতকাল শনিবার বিকেলে নয়া জেলা প্রশাসক জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে এই প্রাচীন নিদর্শনটি পরিদর্শন করেন।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৯তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। চলতি মাসের ১৮তারিখে তিনি নওগাঁর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম আরজু জানান, নওগাঁর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। তিনি আধুনিক পাহাড়পুরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি পাল বংশের কারুশিল্পে মুগ্ধ হোন।
তিনি আগামীতে পাহাড়পুরকে আরও আধুনিকায়ন এবং পর্যটকবান্ধব করতে যা যা করণীয় সেই কাজগুলো করার অঙিকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি প্রমুখ।
নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চাকরি জীবনে উত্তরবঙ্গে নওগাঁর জেলা প্রশাসক হয়ে তার প্রথম আগমন। তিনি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জেনেছেন কিন্তু দর্শন করা হয়ে ওঠেনি।
তাই নওগাঁতে এসে ঐতিহাসিক এমন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শনের সুযোগ হাতছাড়া করা শোভনীয় নয় মর্মে ঐতিহাসিক এই পুরাকীর্তি দর্শনের মাধ্যমেই নওগাঁয় সরকারি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। একজন নতুন সেবক হিসেবে সরকার তাকে নওগাঁবাসীর সেবার করার সুযোগ দিয়েছে। তাই একজন সেবক হিসেবে সেবা প্রদানের মাধ্যমে তিনি নওগাঁবাসীর হৃদয়ে জায়গা করে নিতে চান।
তিনি আরও বলেন, একটি হানাহানিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন প্রত্যয় বুকে ধারণ করে নতুন উদ্যোমে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার কোন বিকল্প নেই। পুরো দেশ বর্তমানে নির্বাচনের উৎসবে ভাসছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রদেয় নিয়মের মধ্যে নওগাঁয় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা তার জন্য বড় চ্যালেঞ্জ।
তাই নওগাঁর সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে তিনি সেই কঠিন চ্যালেঞ্জকে শতভাগ সফল করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের খাদ্য ভান্ডার নওগাঁকে ভ্রাতৃত্বের ভালোবাসা ও গঠনমূলক পরামর্শ বিনিময়ের মাধ্যমে সবাই মিলে একটি আধুনিক ও আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী একটি নিরাপদ নওগাঁ হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন জেলার এই নতুন প্রধান কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147626