বগুড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার একটি টিম শেরপুর উপজেলার গোগা ব্রিজের দক্ষিণ পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাদ্রাসা পাড়ার মৃত ইসমাইল শেখের ছেলে কালাশ শেখ ও একই এলাকার মৃত দুদু মিয়া সরদারের ছেলে আহসান হাবিব নিকেল।

গ্রেফতারের আগে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147619