বগুড়ার ফুলবাড়ীতে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী বৃন্দাবনপাড়া এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় তার সাথে ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ, ২নং ওয়ার্ডের আমির ডা. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি নামিরুল হক জারজিস, জামায়াতের জাকিরুল ইসলাম, সেক্রেটারি গোলাম সাকলাইন, ইব্রাহিম হোসেন, আব্দুল ওয়াদুদ, রুহুল আমিন বাকি, ছাত্রশিবির নেতা আব্দুস সোবাহান, সেক্রেটারি আল আমিন, মাওলানা হিফজুল বারী, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
পরে মহিলা কলেজের সামনে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই জনগণ বলছে আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147618