মহাসড়কে নিরাপত্তা পেতে আইন মেনে পথ চলুন : হাইওয়ে এসপি, বগুড়া
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ্ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেছেন, মহাসড়কে নিরাপত্তা পেতে ট্রাফিক আইন মেনে চলুন এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। গাড়ি চালক, পরিবহণ শ্রমিক ও সাধারণ পথচারীরা সচেতন না হলে শুধু পুলিশের একার পক্ষে নিরাপদ সড়ক সম্ভব হবে না।
তিনি আরও বলেন, মহাসড়কে চাঁদাবাজি বা হয়রানির কোন সুযোগ নেই। হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তা সাথে সাথে তাকে (এসপি) জানাবেন। অপরদিকে সরকারি দায়িত্ব পালনে কেউ পুলিশের বিরুদ্ধে মব সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রথমে ট্রাফিক আইন সম্পর্কে সতর্ক করা হবে। পরে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার শাজাহানপুরের বনানী গোল চত্বরের পাশে শেরপুর হাইওয়ে থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক করতোয়া’র শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোমিন-উদ্-দ্দৌলা সমাজী, শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক রেজাউল করিম, শাজাহানপুর উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সোবাহান পুটু, কমিউনিটি পুলিশিং সদস্য সার্জেন্ট (অব.) সগীর আহম্মেদ প্রমুখ।
সমাবেশে অংশ নেয়া সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা-ভ্যান চালকগণ বলেন, মহাসড়কের পাশে প্রতিনিয়ত হাট-বাজার বসে, অনেক স্থানে চার লেনের কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে বাধ্য হয়ে নির্ধারিত লেন পরিবর্তন করে ঝুঁকিপূর্ণ লেন দিয়ে থ্রি-হুইলার, ইজিবাইক ও রিকশা-ভ্যান চালাতে হয়। এছাড়া নিরাপদ চলাচলের লক্ষ্যে বগুড়া-রংপুর মহাসড়কের নয়মাইল, মাঝিড়া, বেতগাড়ী ও বনানী এলাকায় ওভারপাস এবং শাকপালা মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জানান স্থানীয়রা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147613