আরাফাতের নির্দেশনায় বিজ্ঞাপনে তারা
অভি মঈনুদ্দীন ঃ গুনী অভিনেতা ফজলুরর রহমান বাবু, দর্শকপ্রিয় নাট্যাভিত্রেী শেলী আহসান ও উর্মিলা উর্মিকে নিয়ে আরাফাত খান নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপন। আরাফাতের ভাষ্যমতে এটি তার প্রথম বিজ্ঞাপন।
এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এবং কক্সবাজারের মনোরম লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি মূলত ‘বিচ প্যারাডাইস হোটেল অ্যাণ্ড রিসোর্ট’র বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে বাবা মায়ের ভূমিকায় দেখা যাবে ফজলুর রহমান বাবু ও শেলী আহসানকে। তাদের সন্তানের ভূমিকায় দেখা যাবে আরাফাতকে ও আরাফাতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে উর্মিলা উর্মিকে চট্টগ্রামের সন্তান আরাফাত জানান, চলতি মাসেই কিংবা আগামী মাসের শুরুতেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে ও অনলাইন প্লাটফরমে প্রচারে আসবে।
বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে আরাফাত খান বলেন,‘ যেহেতু এটি আমার প্রথম বিজ্ঞাপন ছিলো। বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট করেছেন বিদ্যুৎ রায়। যেহেতু প্রথম বিজ্ঞাপন, চেষ্টা করেছি যতোটা ভালোভাবে যত্ন করে বিজ্ঞাপনটি নির্মাণ করা যায়। আর আমি যেহেতু এখন নিয়মিত নাটকে অভিনয় করছি, তাই আমিই এই বিজ্ঞাপনে ছেলের ভূমিকায় মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনটি নির্মাণ করার ব্যাপারে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই এবং শেলী আপা ভীষণ সহযোগিতা করেছেন। আমার এই বিজ্ঞাপন নির্মাণে মেকাপ আর্টিস্ট হিসেবে ছিলেন সেলিম ভাই, তিনিও ভীষণ সহযোগিতা করেছেন। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
বিজ্ঞাপনটি নির্মাণে ডিওপি হিসেবে ছিলেন ইসমাইল হোসেন লিটন। এরইমধ্যে আরাফাত বেলাল খানের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ করেছেন। আগামী মাসে নতুন আরেকটি বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এছাড়াও এরইমধ্যে তিনি পাঁচটি নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হলো ‘তব্ধুসঢ়;ও তুমি সীমান্তে’, ‘বড় ছেলের দায়িত্ব’, ‘আঘাত’ ইত্যাদি। নাটকগুলো শিগগিরই প্রচারে আসবে। এদিকে সাম্প্রতিক সময়ে ইসকান রনির নির্দেশনায় ‘বাবাও মানুষ’ নামের একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন ফজলুর রহমান বাবু। শেলী আহসান মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটেক অপূর্ব’র মায়ের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন। এরপর শেলী আহসানের নাটকে মায়ের চরিত্রে কাজ করার ব্যস্ততা বেড়ে যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147611