ব্রাহ্মণবাড়িয়ায় ৬ টন ভারতীয় আলু জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ টন ভারতীয় আলু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় প্রায় ৬ টন আলু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল থেকে রবিবার ভোর পর্যন্ত বিজিবি–২৫ ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। এ সময় দুজনকে আটক করা হয় এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে।
 
বিজিবি জানায়, শনিবার সন্ধ্যা পাঁচটার দিকে চান্দুরা এলাকায় একটি পিকআপ থেকে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় আলু জব্দ করা হয়।
 
আটক দুজন হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজার এলাকার মো. মারুফ আহমেদ (১৯) এবং গাজীপুরের টঙ্গীর মো. জীবন হক (২৪)। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে বিজয়নগর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই চালানের মূল্য প্রায় ২১ লাখ টাকা।
 
রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৬৬১ কেজি আলু এবং পাঁচটি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা। বিজিবি–২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, তাদের আরেকটি অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকা থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি মোবাইল ডিসপ্লে ও ১৯টি ব্যাক কাভার জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা।
 
বিজিবির হিসাব অনুযায়ী, গত দুই দিনে আলু, কম্বল ও ইলেকট্রনিকস মিলিয়ে প্রায় ৯৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147603