দেশের খ্যাতনামা গীটারিস্ট হবারই স্বপ্ন রাজীবের
অভি মঈনুদ্দীন ঃ নেপথ্যের যারা নায়ক, তাদের কথা আমরা খুউব কমই জানতে পারি। এই নেপথ্যের নায়কেরা নেপথ্যে থেকে শুধু নিরলসভাবে কাজই করে যেতে ভালোবাসেন। ঠিক তেমনই একজন নেপথ্য নায়ক চট্টগ্রামের সন্তান রাজীব ঘোষ। যিনি এই সময়ের আলোচিত ব্যাণ্ডদল ‘আই কিংস’-এ লিড গীটারিস্ট হিসেবে কাজ করছেন। একজন তরুন গীটারিস্ট হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার রয়েছে বেশ সুখ্যাতি।
শুধু গীটিারিস্ট হিসেবেই নয়, একজন বিনয়ী ভদ্র মানুষ হিসেবেও তার সুনাম রয়েছে। তবে রাজীবের আজকের এই পর্যায়ে আসার পথটা সহজ ছিলো না। যে কাউকে তার পেশাগত কাজে ভালো অবস্থানে আসতে গেলে অনেক শ্রম দিতে হয়, পেশাগত কাজে ভীষণ অধ্যাবসায়ীও হতে হয়। রাজীবকেও ছিক তাই করতে হয়েছে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করার পাশাপাশি রাজীব চট্টগ্রামের রিসেন্ট ব্যান্ডের সিরাজের কাছে চার বছর, পরবর্তীতে ওয়ারফেইজ ব্যাণ্ডের ইব্রাহীম আহমেদ কমলের কাছে অর্ধযুগ গীটারে তালিম নিয়েছেন। ২০১২ সালে ‘নেসক্যাফে গেট টে রক’ প্রতিযোগিতায় অংশগ্রহন করে গীটার বাজিয়ে তিনি দ্বিতীয় স্থান অবস্থান করেন। সেই সময় ‘রং’ নামের একটি ব্যাণ্ডদল প্রতিষ্ঠা করেন রাজীব’সহ তারসঙ্গে থাকা আরো কয়েকজন। ‘রং’ থেকে সবাই মিলে ‘নেসক্যাফে ফিউচারিং’ নামের একটি গানের অ্যালবামও প্রকাশ করেছিলেন। চট্টগ্রামে থাকাকালীন সময়ে ব্যাণ্ডদল ‘কালো অধ্যায়’র সাথে গীটার বাজাতের তিনি। পাশাপাশি অনেক অনুষ্ঠানেও অংশ নিতেন। ঢাকায় পেশাগত যাত্রা শুরুর পর কনা, ন্যানসি, আনিকা, মিলা’সহ আরো অনেকের সঙ্গে বিভিন্ন শোতে তিনি গীটার বাজিয়েছেন। শাফিন আহমেদ’র সঙ্গে ছয়মাস গীটার বাজানোর সুযোগ হয়েছে তার। এই সময়ে বহু নাটকে জনপ্রিয় হয়ে উঠা গানেও গীটার প্লে করেছেন তিনি। রাজধানীর বিভিন্ন স্টুডিওতে প্রতিনিয়ত তাকে গীটার প্লে করতে হয় পেশাগত কারণেই। কারণ একজন গীটারিস্ট হিসেবে দারুণ চাহিদা রয়েছে তার। রাজীব ম্যাণ্ডোলিন, ব্যাঞ্জ, সাজ ও বাজাতে পারেন। বর্তমানে পারভেজ খানের কাছে সরদ-এ তালিম নিচ্ছেন তিনি।
এরইমধ্যে রাজীব একজন কম্পোজার হিসেবেও কাজ শুরু করেছেন। স্বপ্ন আছে একজন সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করার। তবে রাজীব বলেন,‘ একজন ভালো গীটারিস্ট হবার স্বপ্ন বুকে নিয়েই ঢাকা শহরে এসেছিলাম। সেই স্বপ্ন আমার একটু একটু করে পূরণ হচ্ছে। আমার বিশ্বাস সবাই আমাকে যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন একদিন আমি এই দেশের একজন খ্যাতনামা গীটারিস্ট হতে পারবো। আমার পরিবারের সহযোগিতাতো আছেই, সেইসাথে এখন আই-কিংস’র সাথে আছি আমি।’
‘আই কিংস’র হয়ে এরইমধ্যে কাতারে শো করেছেন তিনি। সামনে এই ব্যাণ্ড দলের হয়ে দেশের বাইরেও যাচ্ছেন তিনি। রাজীবের জন্ম ১৯৮৯ সালের ৮ নভেম্বর। তার স্ত্রী চৈতী দাশ, একমাত্র সন্তান রুদ্রাংস ঘোষ ত্রিয়ান। বাবা বাদল আহমেদ, মা এমেলি ঘোষ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147600