বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ও শ্যালিকাসহ মাদককারবারি গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরের স্ত্রী ও শ্যালিকাসহ কুখ্যাত মাদককারবারি হাফ ডজন মামলার আসামি মামুন মিয়াকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মামুন উপজেলার সুজাবাদ সড়কপাড়া গ্রামের মৃত মোজাফফর প্রামাণিকের ছেলে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সুজাবাদ সড়কপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দু’জন হলো-মামুন মিয়ার স্ত্রী মঞ্জিলা খাতুন (৪০) এবং শ্যালিকা মর্জিনা বেগম (৪০)।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামুন মিয়া এবং তার স্ত্রী ও শ্যালিকা পেশাদার মাদককারবারি। মামুনের বিরুদ্ধে মাদক আইনে ৬টি ও তার স্ত্রী মঞ্জিলা খাতুনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আজ রোববার (২৩ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147586