আইরিশদের বিপক্ষে বোলারদের ক্রেডিট দিলেন শান্ত

আইরিশদের বিপক্ষে বোলারদের ক্রেডিট দিলেন শান্ত

স্পোর্টস ডেস্কঃ  আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর স্বস্তি আর আত্মবিশ্বাস দুই নিয়েই সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ দলের অধিনায়কের ভূমিকায় থাকা নাজমুল হোসেন শান্ত। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলারদের সঠিকভাবে ব্যবহার, সঠিক সিদ্ধান্ত; সব মিলিয়ে তার নেতৃত্ব প্রশংসার দাবিদার।

আয়ারল্যান্ডের প্রশংসা করে শান্ত বলেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এখানে ছোট বড় দল নেই। ওরা খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, প্রশংসার দাবিদার। পঞ্চম দিনে যেভাবে ওরা ব্যাট করেছে, সেটা দারুণ। তবে আমাদের বোলাদের ক্রেডিট দিতে হবে। তাইজুল, মিরাজ, মুরাদ সবাই খুব ভালো করেছে।’


ম্যাচের ইতিবাচক ও নেতিবাচক কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘পজিটিভ হচ্ছে চারটা ১০০ হয়েছে। যদি নেগেটিভ বলতে হয় তাহলে ১০০ গুলো আরো বড় হতে পারত। ১৫০ বা ২০০ হতে পারত। ৫০ রান গুলো ১০০ হতে পারতো। যদি অধিনায়ক হিসেবে বলেন তাহলে আমি বলব যে ইনিংস আরও বড় হলে আমার ভালো লাগতো।’

তাইজুলের প্রশংসা করে শান্ত বলেন, ‘তাইজুল কঠোর পরিশ্রম করছে। যেভাবে অফ ফিল্ড, অনফিল্ড অনুশীলন করছে সেটা প্রশংসার দাবিদার। অনেকে হাইলাইট করতে চায় না। মুশফিক ভাই, তাইজুল তারা অনেক কিছু অর্জন করেছে এবং সামনে হয়তো আরও করবে এটা যত বেশি হাইলাইট হবে তত দলের জন্য ভালো হবে।’

শান্ত আরো যোগ করেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লেগেছে। সবকিছু ভালোভাবে শেষ হয়েছে দেখে ভালো লাগছে। নেক্সট ইয়ারে বারোটা টেস্ট আছে। যদি সবগুলো খেলার সুযোগ পাই তাহলে আরো কনটিটিউট করতে পারব। ক্যাপ্টেন, ক্যাপ্টেন না, ৬০ এভারেজ এগুলো পাস্ট হয়ে গেছে। নেক্সট ম্যাচে আমি কি করবো সেটা গুরুত্বপূর্ণ।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147582