বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ জুলফিকার আলী জিপু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার কোঁচকুড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার নসতপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রির সময় জুলফিকার আলী জিপুকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪০ পিস ট্যান্টোডরসহ গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, জুলফিকার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147580