কুষ্টিয়ায় এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন

কুষ্টিয়ায় এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনও কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা। অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান।

ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনও আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারেনি। তদন্ত চলছে।’

পিটিআই সড়কে চারতলা ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের এই আঞ্চলিক শাখার অফিস। আর এই অফিস থেকে কিছুদূরেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147574