নাটোরের সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন

নাটোরের সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় স্থানীয় কৃষকদের ও ভূমিহীনদের জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম গ্রামের ভুক্তভোগীরা। গতকাল শনিবার সকাল ১০টায় কৈগ্রাম বাজারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কার্তিক, ললিন, মাহমুদুল হাসান মাসুদ, ওমেদ আলী, মাহবুর, কৃষক জিয়াউর, জালা, আয়েজ উদ্দিন, ময়েনসহ আরও অনেক ভুক্তভোগী পরিবারের সদস্য।

মানববন্ধনে বক্তারা বলেন, এই গ্রামে অনেক জমি জোর করে দখল করে রেখেছেন দুই ব্যক্তি। প্রভাব খাটিয়ে এলাকার আদিবাসী, কৃষকসহ প্রায় ২০ জনের জমি, বসতভিটা কৌশলে লিখে নিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147570