গাজায় আরও ২৪ জনকে হত্যা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় হামাস
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী গাজাজুড়ে একের পর এক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। গাজা কর্তৃপক্ষের মতে, শনিবারের (২২ নভেম্বর) এসব হামলায় আরও ৮৭ জন আহত হয়েছেন। লঙ্ঘন ঠেকাতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটিতে একটি গাড়িতে। এরপর হামলা হয় কেন্দ্রীয় দেইর আল-বালাহ এবং নুসেইরাত শরণার্থী শিবিরে। গাজা সিটির রিমাল পাড়ায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানান আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মেহন্না। দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন—এদের মধ্যে এক নারীও আছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলায় ‘ভয়ংকর বিস্ফোরণ’ ঘটে। নুসেইরাতে একটি আবাসিক ভবনে হামলা হয়। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি বাড়িতে বসে ছিলেন, হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র তার প্রতিবেশীর বাড়িতে এসে পড়ে।
গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এই যুদ্ধবিরতি কমপক্ষে ৪৯৭ বার লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ বেসামরিক মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও প্রবীণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েলি-নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক সদস্য ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করার পর তারা এসব হামলা চালায়। হামাস ইসরায়েলকে ‘মনগড়া অজুহাতে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারসহ মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়।
হামাস আরও বলে, ইসরায়েল গাজায় তাদের অবস্থানের নির্ধারিত হলুদ রেখার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং যুদ্ধবিরতির এলাকার সীমা পরিবর্তন করছে। এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাই যাতে তারা এই লঙ্ঘনগুলো অবিলম্বে বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে এবং ইসরায়েলকে তার বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে বলছি এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার প্রচেষ্টার মোকাবিলা করতে বলছি।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ, যিনি গাজা সিটি থেকে জানাচ্ছিলেন, বলেন-সাম্প্রতিক হামলাগুলো ফিলিস্তিনিদের জন্য নতুন করে ট্রমার সৃষ্টি করেছে।