নিজেদের মাঠে বিধ্বস্ত লিভারপুল

নিজেদের মাঠে বিধ্বস্ত লিভারপুল

স্পোর্টস ডেস্ক : নিজেদের দুর্গ অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। আর্নে স্লটের অধীনে এটি ছিল লিগে তাদের ষষ্ঠ হার।

শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল স্বাগতিকরা। ম্যাচের ৩৩ মিনিটে অ্যানফিল্ডের দর্শকদের স্তব্ধ করে দিয়ে নটিংহ্যামকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মুরিলো। বিরতির পর ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো শুরুতেই গোল হজম করে বসে লিভারপুল।

৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নটিংহ্যামের ২২ বছর বয়সী ইতালিয়ান রাইট ব্যাক নিকোলা সাভোনা। ম্যাচের ৭৬ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইংলিশ মিডফিল্ডার মর্গান গিবস-হোয়াইট। তার গোলে স্কোরলাইন ৩-০ হয়ে যায়।
ম্যাচের বাকি সময়ে সালাহ-নুনিয়েজরা আর কোনো গোল শোধ করতে না পারায় বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় শিরোপাধারীদের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147538