মিরপুর টেস্টে বড় জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে টাইগাররা। তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের। প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের সিরিজে ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্তর দল।

এতে করে মুশফিকুর রহিমের শততম টেস্টকে জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে শেষ দিনে হারিয়েছে ২১৭ রানে। তাতে দুই টেস্টের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। ৫০৯ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিয়ে গতকালকেই জয়ের কাছে ছিল স্বাগতিক দল। ১৬৩ রানে তুলে নেয় ষষ্ঠ উইকেট। শেষ দিনে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামে। কিন্তু প্রান্ত আগলে লোয়ার অর্ডারে একের পর এক জুটিতে বাংলাদেশকে হতাশ করে চলছিলেন কার্টিস ক্যাম্ফার। যতটা সহজে জয়ের কথা ভাবা হচ্ছিল, এই ক্যাম্ফারই তাতে বাধা হয়ে দাঁড়ান। 

শেষ দিনে সকালের সেশনে প্রায় ৪৫ মিনিটের মতো ম্যাকব্রাইনকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। ১০৫ বল স্থায়ী সেই জুটিতে যোগ হয় ২৬ রান। তাইজুল শেষ পর্যন্ত ম্যাকব্রাইনকে ফিরিয়ে জুটি ভেঙেছেন। তার পর আবার অষ্টম উইকেটে জর্ডান নিলকে নিয়েও ৪৮ রান যোগ করেন ক্যাম্ফার। তুলে নেন প্রথম ফিফটি। নিলকে ৩০ রানে বোল্ড করে এই জুটিও ভাঙেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ক্যাম্ফার প্রান্ত আগলে দৃঢ়তা দেখাতে থাকেন।

নবম উইকেটে গ্যাভিন হোয়েকে নিয়ে আবার প্রতিরোধ গড়েন তিনি। তাদের প্রতিরোধ ভাঙতে লাঞ্চের সময় ২০ মিনিটের মতো বাড়ানো হলেও সফল হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ১১৪তম ওভারে হাসান মুরাদের বলে ৩৭ রানে কাটা পড়েন গ্যাভিন হোয়ে। তাতে ১৯১ বল স্থায়ী ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই পরের বলে হামফ্রিজকেও মুরাদ তুলে নিলে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ক্যাম্ফার অবশ্য অপরাজিত থাকেন ৭১ রানে, খলেছেন ২৫৯ বল।    

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৪টি উইকেট নেন মুরাদ। ১০৪ রানে সমসংখ্যক উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজও। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147537