দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক দুটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ করেছে বিজিবি।
আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে এবং গতকাল শুক্রবার রাতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে দুটি সীমান্ত থেকে ১ হাজার ৫পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ দাইনুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়। এর আগে গতকাল শুক্রবার বড়গ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১হাজার ৫পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১লাখ ১৭ হাজার ৯শ’ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল এ.এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147517