বগুড়ায় নূরুল আলম টুটুল স্মৃতি ভলিবলে জামিলনগর যুব সংঘ চ্যাম্পিয়ন

বগুড়ায় নূরুল আলম টুটুল স্মৃতি ভলিবলে জামিলনগর যুব সংঘ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার : বগুড়ায়  নূরুল আলম টুটুল স্মৃতি ভলিবল টুর্নামেন্টে জামিলনগর যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) আলতাফুন্নেছা খেলার মাঠে ফাইনাল খেলায় জামিলনগরের দলটি সরাসরি ৩-০ সেটে ঢাকার দল তিতাস ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করে। এর আগে গতকাল শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মোট চারটি দল টুর্নামেন্টে অংশ নেয়।

টুর্নামেন্ট উপলক্ষ্যে আলতাফুন্নেছা খেলার মাঠের পূর্বদিকে তিনটি গ্যালারি নির্মাণ করা হয়। দীর্ঘদিন পর বগুড়ায় এমন একটি জমজমাট ভলিবল টুর্নামেন্ট হওয়ায় এবং খেলার দেখার সুবিধার্থে গ্যালারি নির্মাণ করায় প্রচুর দর্শক এই খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে জামিলনগর যুব সংঘের হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিৎ বিশ্বাসসহ কয়েকজন খেলোয়াড় অংশ নেন।

ফলে সহজেই জামিলনগর যুব সংঘ ঢাকার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন জামিলনগর যুব সংঘকে দেড় লাখ এবং রানার্সআপ তিতাস ক্লাব ঢাকাকে এক লাখ টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এমএ লতিফ শাহরিয়ার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, নুরুল হক তিলক, আমিরুল হোসেন আপন, লিংকন সোহেল, খন্দকার মমিনুর রশিদ বাবু, নুরুল বাসার চন্দন, আনিকা সামা।

টুর্নামেন্টের আয়োজক মেসার্স এশিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ফাতিন নূর সুদ্ধ জানান, আমার বাবা ভলিবল খেলা পছন্দ করতেন এবং খেলতেন, তার স্মৃতি রক্ষার্থেই আমার এই আয়োজন। উল্লেখ্য, নূরুল আলম টুটুল জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ছিলেন, সেই সাথে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147514