বগুড়ার সারিয়াকান্দির মাসকলাই তোলা শুরু, ফলন বিপর্যয়

বগুড়ার সারিয়াকান্দির মাসকলাই তোলা শুরু, ফলন বিপর্যয়

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও সারিয়াকান্দির বিস্তীর্ণ পতিত জমিতে মাসকলাই আবাদ করেছেন কৃষকরা। কোন কোন জায়গায় মাসকলাই উত্তোলন শুরু হয়েছে। তবে গত বছরগুলোর তুলনায় আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষকের মন খারাপ। কৃষি অফিস বলছে, অপেক্ষাকৃত ঘন করে আবাদ করায় এবং অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় ফলন কম হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা বাঙালি, যমুনা এবং সুখদহ নদী বিধৌত। ফলে এ উপজেলার বিশাল আয়তনের চরাঞ্চলের পতিত জমিতে বিভিন্ন প্রতিবন্ধকতায় ভালো কোন ফসলের চাষ হয় না। তাই কৃষকরা এসব পতিত জমিতে বরাবরের মত মাসকলাইয়ের আবাদ করেন।

এ ফসল চাষে কোন পরিশ্রম হয় না। শুধুমাত্র জমিতে মাসকলাইয়ের বীজ বপণ করলেই হলো। এরই মধ্যে পরিপক্ব মাসকলাই তোলা শুরু করেছেন কৃষকেরা। তবে গত বছরগুলোর তুলনায় এ বছর জমিতে মাসকলাই কম ধরেছে। প্রতি বিঘা জমিতে যেখানে ৫ থেক ৬ মণ মাসকলাই উৎপন্ন হয়, সেখানে বিঘাপ্রতি মাত্র ৩ থেকে ৪ মণ মাসকলাই পাওয়া যাচ্ছে। কৃষকরা ধারণা করছেন, অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এবং এ বছর নদীতে বন্যা না হওয়ায় গাছ বড় হলেও মাসকলাই ভালো হয়নি।

উপজেলার পৌর এলাকার চর বাটিয়া এলাকার কৃষক আব্দুল বাকি জানান, কর্নিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া চরে ১০ বিঘা জমিতে তিনি মাসকলাইয়ের আবাদ করেছিলেন। গাছগুলো ব্যাপকহারে বেড়ে উঠলেও কাঙ্খিত পরিমাণে মাসকলাই ধরেনি। তাই ১০ বিঘা জমি ৪০ হাজার টাকায় মহিষের মালিকের কাছে বিক্রি করে দিয়েছি।

সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা পেরিয়ে ৭৫৩ হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছে। এ পর্যন্ত ১০ হেক্টর জমির মাসকলাই উত্তোলন করা হয়েছে। গত বছর মাসকলাইয়ের আবাদ হয়েছিল ৫৩৫ হেক্টর। এবছর বিঘাপ্রতি মাসকলাইয়ের ফলন হয়েছে সাড়ে ৪ থেকে ৫ মণ। বাজারদর প্রতি কেজি ১২০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, উপজেলার চরাঞ্চলের পতিত জমিগুলোতে মাসকলাইয়ের আবাদ করে কম খরচে কৃষকরা বেশ লাভবান হন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। এ বছর কোথাও ফলন কমের কথা শোনা যাচ্ছে। সেখানে কৃষকরা অপেক্ষাকৃত ঘন করে আবাদ করায় এ ধরনের ঘটনা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147507