এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে : আলহাজ কাজী রফিক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, এ দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়। এজন্য ২০০১ সালের মতো আবারও তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। এজন্য দেশের মানুষ ভোট দেওয়ার প্রতীক্ষায় রয়েছে। তারা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে।
তিনি আজ শনিবার (২২ নভেম্বর) সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা, চরপাড়া, গোসাইবাড়ী, ঠাকুরপাড়া, পূর্ব করমজাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বগুড়ার মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ধানের শীষে ভোট দিবে।
একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়াও তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারা ধর্মকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরা মুখোশধারী দেশের শত্রু।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদল নেতা হাজী রাশেদুজ্জামান হান্নান, জিএম আলী হাসান নারুন, রেজাউল করিম, ডা. নাহারুল আলম হেলাল, ডা. তহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, ভোলা, খোকন, জিয়াউর রহমান জুয়েল, আবু তাহের মাস্টার, রাশেদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147505