শ্রমজীবী মানুষেরাই অর্থনীতির চালিকাশক্তি : ডা. জাহিদ

শ্রমজীবী মানুষেরাই অর্থনীতির চালিকাশক্তি : ডা. জাহিদ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, শ্রমজীবী মানুষেরাই হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি।

আমরা সবাই শ্রমজীবী। একেকজন একেক জায়গায় শ্রম দিয়ে থাকি। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে তা ৩১ দফা কর্মসূচির মধ্যে দেয়া আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় নবাবগঞ্জ ডাকবাংলো মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি  তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  এর আগে, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলা সদরসহ গোলাপগঞ্জ বাজার, মাড়াষ এতিমখানা, শওগুনখোলা গ্রাম ও জিয়াকাঠাল শ্যামপুর গ্রামে পথসভা ও গণসংযোগ করেন প্রধান অতিথি। এসময় উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147495