একদিনে ডেঙ্গুতে আরও ৫৯৩ জন আক্রান্ত, মৃত্যু ৩

একদিনে ডেঙ্গুতে আরও ৫৯৩ জন আক্রান্ত, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৫৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ৫৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী।

শুক্রবার ও শনিবারের মধ্যে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা।

একই সময়ে ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৬ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতর সতর্ক করেছে, ডেঙ্গুর সংক্রমণ এখনও কমেনি। জনগণকে বাড়ি ও আশেপাশের পানি জমা না রাখতে এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে রাখতে বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147490