জামায়াত ক্ষমতায় গেলে চরাঞ্চলের উন্নয়নে বেশি কাজ করা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে চরাঞ্চলের উন্নয়নে বেশি কাজ করা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সমাজ থেকে সকল ধরনের অন্যায় অবিচার দূর করতে, সুদ-ঘুষমুক্ত একটি সুশীল সমাজ গঠন করতে, জুলুমবাজ এবং চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করে ইনসাফভিত্তিক একটি সুশীল সমাজ গঠন করতেই জামায়াতের জন্ম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে জামায়াত রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জামায়াত প্রথমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ শুরু করবে। তাইতো চরাঞ্চলের মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করবে জামায়াত।

আজ শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী হাটশেরপুর এবং চালুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জনসংযোগ শেষে চালুয়াবাড়ী মানিকদাইড় বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, সহ-সেক্রেটারি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোমিনুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147489