সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্পে কাঁপলো ঢাকা

সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ঢাকায় সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে আহত-নিহতের ঘটনা ঘটেছে। কিছু ভবন হেলে পড়েছে, আবার কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পরপর দুবার ঢাকায় ভূকম্পন অনুভূত হয়।

 
সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর মধ্যে একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।
 
এদিন সকালেও ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূ-কম্পন অনভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার (২১ নভেম্বর) হওয়া কম্পনের আফটার শক বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।
 
তিনি জানান, আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। এটি শুক্রবারের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক।
 
 
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েকশো মানুষ। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147488