ভূমিকম্পে নিহত বগুড়ার রাফির দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে মায়ের সাথে মাংস কিনতে এসে ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুরস্থ ঈদগাহে নামাজে যানাজা শেষে বিকেলে নামাজগড় গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে আজ শনিবার (২২ নভেম্বর) তার মরদেহ বগুড়ায় পৌঁছে। রাফির মরদেহ তার সূত্রপুরস্থ বাড়িতে নেয়া হলে মানুষের ঢল নামে। তারা একনজর দেখার জন্য বাড়িতে আসেন। পরে ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, ৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ বহু মুসল্লি অংশ নেন।
এদিকে এই ঘটনায় গুরুতর আহত রাফির মাকে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রাফির মা নুসরাজ জাহানকে বিকেলে দাফনের আগে সন্তানের মৃত্যুর সংবাদ জানানো হয়। সন্তানের মৃত্যুর সংবাদ জানার পর অসুস্থ মা বার বার জ্ঞান হারিয়ে ফেলেন। এই অবস্থায় তাকে হাসপাতালে রেখেই রাফির মরদেহ দাফনের জন্য গোরস্থানে নেওয়া হয়।
বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ দাফন কাজে অংশ নেন। তিনি নিহত রাফির বাবাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা দেন এবং জানান, জেলা প্রশাসক বিষয়টির সার্বিক খোঁজখবর নিয়েছেন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাফির মায়ের চিকিৎসার জন্য অনুদান প্রদান করেন।
উল্লেখ্য, রাফিউল ইসলাম রাফি বাবা ওসমান গণি রুস্তম ব্রাহ্মণবাড়িয়াস্থ বাঞ্চারাম সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147474