বগুড়ার কাহালুতে ৩শ’ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা সদরের কাহালু কামিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থা আইএইচএইচএনএল’র সহায়তায় এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৩শ’ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) প্রধান এতে অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট এন্ড ইয়ুথ আর্গানাইজেশনের (ইফসু) মহাসচিব ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থা লেদারল্যান্ডের আলি সই, ইউনুস আলী, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রকল্প ম্যানেজার আবুল কায়েম, সহকারী ম্যানেজার (হিসাব) মাজহারুল ইসলাম, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাক, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি শহিদুর রহমান সবুজ, ছাত্রশিবির জেলা (পশ্চিম) শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতে শাখার সহকারি সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন, সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, মাওলানা আবু ইউসুফ, ফেরদৌসুর রহমান, হাফেজ নজরুল ইসলাম সাইফুল প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি ডিটারজেন্ট পাউড়ার ও ১টি গায়ে মাখা সাবান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147471