ফের ভূমিকম্পে ঢাবির কয়েকজন ছাত্রী আহত

ফের ভূমিকম্পে ঢাবির কয়েকজন ছাত্রী আহত

ঢাবি প্রতিনিধি: রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে এর মাত্রা ও উৎপত্তিস্থল নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন(ঢাবি) ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়ছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।শামসুন্নাহার হলের শিক্ষার্থী তাসনিম বলেন তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন ছাত্রী পায়ে আঘাত পেয়েছে।রোকেয়া হলের এক ছাত্রী প্যানিকড অ্যাটাকে অজ্ঞান হলে হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147468