দিনাজপুরের বোচাগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে গ্রামবাসী

দিনাজপুরের বোচাগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে গ্রামবাসী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়য়া গ্রামে অবস্থিত বড়য়া ব্রিজটি ২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর আজ অবদি ব্রিজটি নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ৪টি গ্রামের হাজার হাজার মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৭ সালে বন্যায় বড়য়া ব্রিজটি ভেঙে পড়ার পর থেকেই ৪নং আটগাঁও ইউনিয়নের গঙ্গাপুর, বড়য়া, বন্ধুগাঁও, মালগাঁও ও নেহালগাঁও গ্রামের হাজার হাজার মানুষকে বিকল্প রাস্তা দিয়ে ৫ থেকে ৬ কিলোমিটার দূর ঘুরে পুলহাট, মাধবপুর, বোচাগঞ্জ ও জেলা শহর দিনাজপুর যেতে হচ্ছে দীর্ঘদিন ধরে।

বড়য়া গ্রামের বাসিন্দা শাহিনুর ইসলাম জানান, প্রায় ৮ বছর পূর্বে বড়য়া ব্রিজটি ভেঙে গেলেও এখন পর্যন্ত ব্রিজটি পুনঃ নির্মাণ করা হয়নি। যার ফলে এ এলাকার জনগণ ছাড়াও স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীদের ৫/৬ কিলোমিটার ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। ব্রিজটি সচল থাকায় আগে যেখানে সহজে বোচাগঞ্জ বা দিনাজপুর যাতায়াত করা যেত এখন ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

আমরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলেও বড়য়া ভাঙা ব্রিজটি পুনঃ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী হতাশ।

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি করতোয়াকে জানান, আমরা বড়য়া ভাঙা ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি আগামী বছরের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। এলাকাবাসী অবিলম্বে জনগণের সুবিধার্থে বড়য়া ব্রিজটি পুনঃ নির্মাণের দাবি জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147465