নাটোর সুগারমিলে মাড়াই কার্যক্রম শুরু উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৯৩০ মেট্রিক টন
নাটোর প্রতিনিধি : চলতি মৌসুমে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএফআইসির সদর দপ্তরের পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ আজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় আখ চাষি, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে নাটোর সুগার মিল সূত্র জানায়, চলতি মৌসুমে ৭৫ কর্ম দিবসে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৩০ ভাগ।
গত মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাড়াই হয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৩০ মেট্রিক টন। সেখানে চিনি উৎপাদন হয় ৬ হাজার ১৮০ দশমিক ৮০ মেট্রিক টন। এছাড়া গত মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছিল ৫ দশমিক ৭০ ভাগ। যা শতভাগ অর্জন হয়েছে। কর্মদিবস ছিল ৭৪ দিন।
সূত্র জানায়, চলতি মৌসুমে সুগার মিল জোন এলাকায় ১ হাজার ২৮১ জন চাষি ৮ হাজার ১০ একর জমিতে আখ চাষাবাদ করেছেন। এবার প্রতি মণ আখ ১০ টাকা বৃদ্ধি করে ২৫০টাকা মণ নির্ধারণ করা হয়েছে। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আখলাছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গুণগত ও ভালো মানের আখ চাষাবাদে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ প্রদানসহ নানা সহায়তা দেয়া হয়েছে।
পাশাপাশি মিলে যাতে চাষিরা সঠিক সময়ে আখ সরবরাহ করেন এবং আখের ন্যায্যমূল্য পান সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, কৃষকরা সঠিকভাবে এবং সঠিক সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহ করেন, তাহলে চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147459