নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্কঃ  ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’ চালুর। আগামী বছরের মার্চ ও এপ্রিলের আন্তর্জাতিক ম্যাচ বিরতিতে প্রথম পূর্ণাঙ্গ আসর অনুষ্ঠিত হবে।

ফিফার মতে, তুলনামূলকভাবে কম আলোচিত ও অপেক্ষাকৃত দুর্বল ফুটবলখেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই এ সিরিজের মূল উদ্দেশ্য। এতে পুরুষ ও নারী দুই বিভাগেই জাতীয় দলগুলো অংশ নেবে।

পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।

ফিফা সিরিজ ২০২৬ হচ্ছে ২০২৪ সালের পাইলট সংস্করণের সফলতার পর প্রথম বড় পরিসরে আয়োজিত সংস্করণ। এতে আরও বেশি অংশগ্রহণকারী সদস্য সংস্থা (PMA) এবং আরও বেশি আয়োজক দেশ যুক্ত হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো যোগ হয়েছে নারীদের জন্য পৃথক আসর।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,‘ফিফা সিরিজের লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা।’

ফিফা জানিয়েছে, বিভিন্ন মহাদেশের দলগুলো পরস্পরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচ ফরম্যাটে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো  প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। যারা সাধারণত অন্য মহাদেশের দলের সঙ্গে খেলার সুযোগ পায় না, তারা এই সিরিজে নতুন অভিজ্ঞতা অর্জন করবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করা হবে।

সূত্র: ইনসাইড ফিফা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147447