গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করতে বলা হয়েছে।

শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে-গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147444