প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমির
বিনোদন ডেস্ক : বলিউড তারকা আমির খানের অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তি জীবন নিয়ে কম আলোচনা হয় না। বিশেষ করে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ আর নতুন প্রেম নিয়ে তাকে নিয়ে বেশ চর্চা চলে। এবার বলিউডের এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ প্রমাণ করলেন-সম্পর্ক ভাঙলেও সম্মান ও বন্ধুত্ব কখনো হারায় না। বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে নতুন সম্পর্কে থাকলেও প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। সন্তানদের জীবনেও সমানভাবে জড়িয়ে আছেন তিনি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি প্রথম স্ত্রী রিনা দত্তের আর্ট এক্সিবিশনে হঠাৎ উপস্থিত হয়ে তাকেই চমকে দিলেন আমির। ভারতের নেহেরু সেন্টার আর্ট গ্যালারিতে ১৮ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীতে অভিনেতার আকস্মিক আগমন রিনার জন্য ছিল বড় ধরনের সারপ্রাইজ। রিনাও বিষয়টি নিয়ে দারুণ খুশি আর সেটা সে জানিয়েছে স্যোশাল মিডিয়ার এক পোস্টেই। ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে রিনা লিখেছেন, যখন প্রাক্তন হঠাৎ এসে চমকে দেয়। আমার শিল্পযাত্রায় নিরন্তর পাশে থাকার জন্য ধন্যবাদ আমির। ছবিতে রিনাকে কালো প্রিন্টেড শাড়িতে আর আমিরকে সবুজ কুর্তা ও কালো প্যান্টে দেখা যায়।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে তাদের বিয়ে, আর ২০০২ সালে বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান জুনেদ ও ইরা। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির, যাদের ছেলে আজাদ। ২০২১ সালে তারা আলাদা হয়ে যান, তবে সম্পর্কের সৌহার্দ্য অটুট। বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না আমির। তবুও মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147436