যে রাউন্ডে স্বপ্নভঙ্গ মিথিলার!
বিনোদন ডেস্ক : ১২০টি দেশের সুন্দরীদের নিয়ে থাইল্যান্ডে বসেছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৭৪তম আসর। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় থাইল্যান্ডের ননথাবুরির পাক ক্রেতের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন মেক্সিকোর ফাতিমা বোস।
মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো আশা জাগান মিথিলা। যদিও তার সুইমিং কস্টিউম নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। অন্তর্জালে তাকে নিয়ে দেশের মানুষের নেতিবাচক মন্তব্য আহত করেছিল এই অভিনেত্রীকে। তারপরও থেমে থাকেননি মিথিলা। স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে বিজয়ের লক্ষ্যে হাঁটতে থাকেন। দেশের মানুষের সমালোচনা একপাশে রেখে ‘ক্লোজ ডোর ইন্টারভিউ’ সেশনে ভালো পারফর্ম করেন মিথিলা। বিদেশি সাংবাদিকেরাও মিথিলার সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠেন। তারা ‘স্ট্রং কন্টেস্ট্যান্ট’ হিসেবে মিথিলার নাম সামনে আনেন। আর সেসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মিস ইউনিভার্সের আসরে অনেকগুলো বিভাগে পারফর্ম করতে হয় প্রতিযোগীদের। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় ইভনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, বিকিনি রাউন্ড। এসব বিভাগেও ভালো পারফর্ম করেন মিথিলা।
অনলাইন ভোটিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেন মিথিলা। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। তবে বিভিন্ন বিভাগে আলাদা ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় ও তৃতীয় হন। নিয়ম হলো-অনলাইন ভোটে যে শীর্ষে থাকেন, সে সরাসরি সেরা ত্রিশে জায়গা করে নিতে পারেন। অনলাইন ভোটে ফিলিপাইনের প্রতিযোগী মা আতিসা মানালোর কাছে হেরে যান; তবে সেরা ত্রিশে জায়গা করে নেন মিথিলা। এ তালিকার ১২তম স্থান দখল করেন বাংলার মিথিলা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করেন সঞ্চালক। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম সেরা সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ‘টপ থার্টি’ তালিকায় বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। এই সেরা ৩০ জনকে নিয়ে পরের পর্ব শুরু হয়।
এ পর্বে সুইমস্যুট পরে একে একে মঞ্চে হাঁটেন ৩০ প্রতিযোগী। বিচারকরা সেই হাঁটা দেখে বাছাই করেন সেরা ১২ জনকে। আর এখানে হাঁটতে গিয়ে সামান্য হোঁচট খান মিথিলা; দ্রুতই তা সামলে নিয়ে হাঁটা শেষ করেন। মিস ইউনিভার্সের নিয়মানুযায়ী, এসব পর্বে খুব ছোট ভুল বা ছন্দপতনের কোনো সুযোগ নেই। এ ভুলের জন্য বড় মাশুল দিতে হয়। সম্ভবত, মিথিলাকেও সেই মাশুল দিতে হয়েছে! কারণ যখন সেরা ১২ জনের নাম ঘোষণা করা হয়, সেই তালিকায় মিথিলার নাম পাওয়া যায়নি। মিথিলা ছাড়াও এ তালিকা থেকে বাদ পড়েন মিস ইউনিভার্স ইন্ডিয়া, মিস ইউনিভার্স ফ্রান্সও।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147432